প্রশ্ন ছাপাতে ভুলে গেল বিশ্ববিদ্যালয়!

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৭, ০৯:১৭ এএম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন করে থাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। কিন্তু এমন যদি হয়, সেই প্রশ্ন ছাপাতেই ভুলে গেল বিশ্ববিদ্যালয়! তাহলে এ কথা কেউ বিশ্বাস করবে? 

অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে।  প্রশ্ন ছাপাতে ভুলে গেল বিশ্ববিদ্যালয়, তাই পরীক্ষাই দিতে পারল না পড়ুয়ারা। ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের রাজ্যেরই 'তিলকা মানঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের' বিরুদ্ধেই উঠল এমন চরম দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ।

হিন্দির স্নাতকোত্তরের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার প্রশ্ন ছাপা হয়নি বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাফাই, তারা মনে করতে পারেননি যে 'লাস্ট পেপারে'র জন্য ছাত্রছাত্রীরা কোন বিষয়টি বেছে নিয়েছে। আর তাই, প্রশ্ন ছাপা হয়ে ওঠেনি। গোটা বিষয়টিতে অত্যন্ত অসন্তোষ ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: