শিরিষ গাছে অজগর, কাকের বাসা তছনছ!

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ০৮:৪৫ এএম

চট্টগ্রামে মাটি থেকে কমপক্ষে ৪০ ফুট উঁচুতে একটি গাছের ডালে চড়ে বসা অজগরকে উদ্ধার করেছে বন বিভাগ।

গতকাল সোমবার খাবারের সন্ধানে মিরসরাই পৌরসভার ব্যস্ত জনপদে চলে আসা অজগরটিকে ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সাদনান জানান, সকাল ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌমিনটোলায় ‘তিন বন্ধু ভবন’-এর সামনের একটি শিরিষ গাছে অজগরটি দেখতে পান এলাকার বাসিন্দারা। গাছটির পাশের পাঁচ তলা একটি ভবনের বাসিন্দারা প্রথম সাপটিকে দেখতে পান। পরে এলাকায় মানুষের ভিড় জমে গাছে চড়া অজগরটি দেখতে।

সাদনান বলেন, ‘মাটি থেকে ৪০ ফুট ওপরে গাছটির একটি ডালে চড়ে সাপটি কয়েকটি কাকের বাসা তছনছ করে।’

চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরাই অঞ্চলের কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। এটির বয়স অল্প। লম্বায় সাড়ে ৬ ফুট।’ 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: