স্তন ক্যানসারের লক্ষণ!

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ১০:১০ এএম

স্তন ক্যান্সারের আগে প্রত্যেক নারীর শরীরে একই ধরণের লক্ষণ দেখা যায় না। কারণ প্রত্যেকের স্তনের মাঝে পার্থক্য রয়েছে। বয়সের সাথে সাথে এবং শরীরের উপাদানের পার্থক্যের কারণে এই পরিবর্তন থাকতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে সকলের মাঝে একই ধরণের লক্ষণ দেখতে পাওয়া যায়।

স্তন ক্যান্সার হলে সাধারণত স্তনে একটি পিন্ডের মত অনুভব হয়। স্তনের বোঁটা থেকে রক্ত বের হয় এবং স্তনের আকার ও আকৃতির পরিবর্তন হয়। অনেক সময় স্তনের ত্বক লালচে যেমন-কমলার খোসার মতো এবং গর্ত-গর্ত হয়ে যায়। মূলত নারীদের মাঝে স্তন ক্যান্সার হবার প্রবনতা বেশি, তবে পুরুষদেরও আজকাল স্তন ক্যান্সারের শিকার হতে দেখা যায়।
এশিয়া মহাদেশের মাঝে ভারতের নারীদের স্তন ক্যান্সার হবার ঝুঁকি বেশি। অল্পবয়সী নারীদের মাঝে এই ক্যান্সারের হার বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যুহারও বৃদ্ধি পাচ্ছে।

আমেরিকান ক্যান্সার সোসাইটির এক জরিপ অনুসারে, প্রতি ৮ জন মহিলার মাঝে একজনের স্তন ক্যান্সার হবার ঝুঁকি রয়েছে। তবে এক্ষেত্রে ত্বকের ক্যান্সার হবার ঝুঁকি সবচেয়ে বেশি। তাই নিজের ব্যাপারে নিশ্চিত থাকতে অবশ্যই রুটিন চেকআপ করতে ভুলবেন না।

স্তন ক্যান্সার সম্পর্কে কিছু ধারণা নিম্নে আলোচনা করা হল-
#যাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি:
*পুরুষদের চেয়ে মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি
*৬০ বছর বয়সের বেশি মহিলাদের
*একটি স্তনে ক্যান্সার হলে অপরটিও আক্রান্ত হতে পারে
*মা, বোন অথবা মেয়ের স্তন ক্যান্সার থাকলে
*জীনগত (Genes) কারণে
*রশ্মির বিচ্ছুরণ থেকে (Radiation Exposure)
*অস্বাভাবিক মোটা হলে
*অল্প বয়সে মাসিক হলে
*বেশি বয়সে মনোপজ হলে (Menopause)
*বেশি বয়সে প্রথম বাচ্চা নিলে
*মহিলারা যারা হরমোন থেরাপী নেন
*মদ পান করলে

#কখন ডাক্তার দেখাবেন?
নিচের কারণগুলো দেখা দেয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে:
*স্তনে নতুন এবং অস্বাভাবিক পিন্ড অনুভব করলে
*পরবর্তী মাসিক পার হয়ে গেলেও পিন্ড না গেলে
*স্তনের পিন্ড আরও বড় এবং শক্ত হলে
*স্তনের বোঁটা থেকে অনবরত রক্ত নির্গত হলে
*স্তনের ত্বকে পরিবর্তন দেখা দিলে
*স্তনের বোঁটা ভিতরের দিকে ঢুকে গেলে

#কোথায় চিকিৎসা করাবেন?
*জেলা সদর হাসপাতাল
*মেডিকেল কলেজ হাসপাতাল
*বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
*বিশেষায়িত সরকারী/বেসরকারী হাসপাতাল

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: