চলন্ত ট্রেনে গাছ পড়ে আহত ১৬

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ০৫:৪৫ পিএম

বাকৃবি থেকে: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে চলন্ত ট্রেনের ছাদে গাছ পড়ে ১৬ জন যাত্রী আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন ধূমকেতু মাঠ এর পাশে ওই দূর্ঘটনাটি ঘটেছে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জ গামী ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের ধূমকেতু মাঠের কাছে পৌঁছালে ট্রেনের শেষ বগিতে গাছ পড়ে ছাদে ভ্রমণরত ১৬ জন যাত্রী ছিটকে পড়ে যায়। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের  দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে বিভাগের উপ পরিদর্শক জিয়াউল হক বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ আইনত দন্ডণীয় অপরাধ। দূর্ঘটনা এড়াতে আমরা যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ করতে নিষেধ করি। ট্রেনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, ট্রেনের চিমনি কিছুটা বেঁকে যাওয়া ছাড়া তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি। ট্রেন স্বাভাবিক ভাবেই চলছে।
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: