দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে কোডারসট্রাস্ট

প্রকাশিত: ২২ মে ২০১৭, ০২:০৮ পিএম

ঘরে বসে নিজেকে কি ভাবে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়া যায়, সেলক্ষে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে কোডারসট্রাস্ট। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 'শিখবেসবাই' প্রকল্পের মাধ্যমে অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করেছে প্রতিষ্ঠানটি। যেখানে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। যার প্রেক্ষিতে দেশের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ফ্রিল্যানসিং শিখতে পারবেন আগ্রহীরা। সোমবার (২১ মে) বাংলাদেশে আইসিটি জানালিস্ট ফোরাম (বিআইজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সেবাদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট গত ৩ বছরের সফলতার পাশাপাশি নতুন উদ্যোগের কথা জানানো হয় এবং অনলাইনে ঘরে বসে কিভাবে সবাই ফ্রিল্যান্সিং শিখতে পারে সে বিষয়ে সচেতনতার পাশাপাশি নানা কোর্স করাচ্ছে প্রতিষ্ঠানটি।

এই বিষয়ে কোডার্সট্রাস্ট এর কান্ট্রি ডিরেক্টর মো. আতাউল গনি ওসমানী বলেন, কোডার্সট্রাস্ট দক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্য নিয়ে ২০১৪ সালে তাদের যাত্রা শুরু করে। বাংলাদেশের তরুণদের উপযুক্ত প্রশিক্ষণ এবং সঠিক দিক নির্দেশনা মাধ্যমে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজের সুযোগ তৈরি করছে। বাংলাদেশের সফলতার উপর ভিত্তি কোডার্সট্রাস্ট এখন বিশ্বের আরো ৫টি দেশে কার্যর্ক্রম পরিচালনা করছে।

আতাউল গনি ওসমানী বলেন, আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর চাহিদার উপর ভিত্তি করে বিভিন্নকোর্স ডিজাইন করি, যাতে শিক্ষার্থীরা সাধারণত কোর্সের মধ্যেই কাজ পেয়ে থাকে। বর্তমানে আমরা ১০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করি। আমাদের প্রতিটি প্রশিক্ষক খুবই অভিজ্ঞ এবং সফল ফ্রিল্যান্সার, তাই প্রশিক্ষনের ক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এ পর্যন্ত শুধু বাংলাদেশেই প্রায় ১৫০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাদের মধ্যে এ পর্যন্ত ৬০০ বেশি শিক্ষার্থী ফ্রিলান্সার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিতকরেছেন এবং বাকিদের প্রশিক্ষন চলছে।

আতাউল গনি ওসমানী আরও বলেন, ফ্রিল্যানসিং মার্কেটপ্লেসগুলোতে কাজের ক্ষেত্রে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি-টেকনিক্যাল স্কিল। এর অর্থ, আপনি যেই বিষয় নিয়ে কাজ করতে চানযেমন ওয়েবডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন এর ওপর ভাল ভাবে দক্ষ হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে- সফটস্কিল।এর অর্থ, যোগাযোগ এবং নিজেকে উপস্থাপনের পদ্ধতি। আমরা মূলত এই দুই বিষয়ে বিশেষ ভাবে প্রশিক্ষন প্রদান করি।

২০১৭ সালে 'িশখবেসবাই' এর প্রকল্পের মাধমে কোডার্সট্রাস্ট ১০ হাজার ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ হাতে নিয়েছে। সেই লক্ষকে সামনে রেখে কোডার্সট্রাস্ট অনলাইনে ফ্রিল্যানসিং প্রশিক্ষন শুরু করেছে। এখন অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে প্রশিক্ষন প্রদান করা হবে। যার প্রেক্ষিতে দেশের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ফ্রিল্যানসিং শিখতে পারবেন।

সবশেষে একটি বিষয় উল্লেখ করতে চাই, সম্প্রতি কিছু প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট এর আইডিয়া, প্রোজেক্ট মডেল এমনকি স্লোগান পর্যন্ত নকল করে শিক্ষার্থী এবং আমদের শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত করছেন। এই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন কোডার্সট্রাস্ট এর কান্ট্রি ডিরেক্টর মো. আতাউলগনিওসমানী, হেড ফাইনান্স এবং এইচআর মিজানুর রাহমান ও ক্যারয়িার পরামর্শক হাফিজুর রশিদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: