বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২৩ মে ২০১৭, ০৩:২৯ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানউন্নয়নে রুপনারায়ন কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মায়েদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মে সোমবার দুপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক)-টিআইবি’র আয়োজনে রুপনারায়ন কুড়া সরকারি প্রাথমিক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় রুপনারায়ন কুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, টিআইবি’র এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন, শিক্ষার্থীদের মায়েদের পক্ষে বিলকিস বেগম, নাসিমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

এ মতবিনিময় সভায় শিক্ষক, এসএমসি ও অভিভাবক হিসাবে মায়েদের দায়িত্ব, প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতির ক্ষেত্রসমূহ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষারমান উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণে মায়েদের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: