গোপালগঞ্জে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন

প্রকাশিত: ২৪ মে ২০১৭, ০১:২৬ এএম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শত বর্ষের ঐতিহ্যবাহী ফুকরা মদন মোহন একাডেমীতে প্রথম ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে স্কুলের অভিভাবকরা ঘরে বসেই শিক্ষার্থীদের উপস্থিতি- অনুপস্থিতি, পরীক্ষার ফলাফল, ফি প্রদাণসহ সব ধরনের তথ্য মোবাইল ম্যাসেসের মাধ্যমে জানতে পারবেন। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। ডিজিটাল ক্যাম্পাস প্রোগ্রাম থেকে স্কুল অন্তত ২৫০ টি সেবা পাবে। নেটিজেন আইটি লিমিটেড ফুকরা মদন মোহন একাডেমীর ক্যাম্পাসকে ডিজিটালাইজেশন করেছে।

সোমবার বিকেলে গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক মনোজ সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পাসের উদ্বোধন করেন।স্কুলের প্রধান শিক্ষক মোঃ জইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তারইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, দক্ষিণ ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজবুন্নাহার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নেজামুল হাসান, নেটিজেন আইটি লিমিটেডের জেড.পি.বি আজিজুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

নেটিজেন আইটি লিমিটেডের জেড.পি.বি আজিজুর রহমান বলেন, ক্যাম্পাস ডিজিটাল করার মধ্য দিয়ে ফুকরা মদন মোহন একাডেমীর কার্যক্রম অনেকটা সহজ হয়েছে। এখান থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অন্তত ২৫০ সেবা পাবেন।

ফুকরা মদন মোহন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জইন উদ্দিন বলেন, কাশিয়ানী উপজেলার মধ্যে আমরাই প্রথম ডিজিটাল ক্যাম্পাস চালু করেছি। এর মধ্য দিয়ে আমরা সময় বাঁচিয়ে স্কুলের শিক্ষা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে পারবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: