দিনাজপুরে ২ জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৪ মে ২০১৭, ০২:৫২ পিএম

জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশদর (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে দিনাজুপরের কোতয়ালি থানাধীন চেহেলগাজি মাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পোড়াহাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বাদল মিয়া ওরফে বাদল হানজালা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ঘোড়াবান গ্রামের আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন।

বুধবার দুপুর ১২টায় র‌্যাব-১৩ এর অধিনায়ক লে. কর্নেল এটিএম আতিকুল্লাহ্ আতিক এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাদল গত ৮ বছর ধরে নিজ এলাকা ছেড়ে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এর আগে বাদল গাইবান্ধায় একটি মসজিদে ইমামতি করার পাশাপাশি মুসল্লিদের জিহাদী কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন।

এছাড়াও ওই এলাকায় জিহাদী লিফলেট বিতরণ করেতন। তিনি জেএমবির একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ও গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

অপরদিকে বেলাল হোসেন সংগঠনের নিয়মিত মাসিক চাঁদা দিতেন। তিনি কাওমী মাদরাসায় কাফিয়া পর্যন্ত পড়াশোনা শেষ করে বিভিন্ন পেশার পাশাপাশি জেএমবির কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দিনাজপুর সদর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: