নির্বাচনী হাওয়ায় ভাস‌ছে ভোটাররা

প্রকাশিত: ২৫ মে ২০১৭, ১১:০৪ এএম

নির্বানের বাকি আছে প্রায় দেড় বছর এরই মধ্যে আগামী একাদশ সংসদ নির্বাচনের পালে হাওয়া বইছে। ঢাকা-১৩ আসনের ভোটাররাও এ হাওয়ায় ভাসছে। এ আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

অন্যদিকে, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন সায়েদ মজ্জেম হোসেন। নৌকা প্রতিকের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের কাছে ৪৬৬১৬ ভোটের ব্যবধানে হেরে যান ধানের শীষের এই প্রার্থী।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমান বি‌ডি২৪লাইভ কে বলেন, আগামী নির্বাচনে দল কাকে মনোনয়ন দিবে তা জননেত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে। তবে দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি নির্বাচিত হতে পারি তাহলে স্থানীয় জনগণসহ দলীয় নেতাকর্মীদের সময় দেব। মানুষের সু:খে দু:খে পাশে থাকার চেষ্টা করবো। রাজধানীতে আমাদের এ আসনটি অনেক গুরুত্বপূর্ণ। সরকার পরিচালনার অনেক দপ্তরই রয়েছে এখানে।

বজলুর রহমান বলেন, মানুষ পরিবর্তন চায়। আগামীতে দল ক্রীল ইমেজের, সৎ ও যোগ্য ব্যক্তিকেই এ আসনে মনোনয়ন দিবে। যাকে মানুষ খুব সহজেই কাছে পাবে। আগামী নির্বাচনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি দল সে দিকে লক্ষ্য রেখেই নৌকার মনোনয়ন দিবে।

পাস‌পোর্ট অ‌ফি‌সের পা‌শের চা দোকান ক‌রেন নুরু মিয়া তি‌নি ব‌লেন, বর্তমান সরকার যেমন দেশ ভা‌লো চালা‌চ্ছে তেমনি আমা‌দের এম‌পি সাহেব ও ভা‌লো লোক তি‌নি এলাকার ভা‌লো খোঁজ খবর রা‌খেন।‌

তি‌নি ব‌লেন, রাস্তা ভা‌লো কর‌তে‌ছেন দেশ উন্নত হ‌চ্ছে এরকম এম‌পি দে‌শের সব জায়গায় দরকার।‌ বিএনপির কথা জিজ্ঞাসা কর‌লে তি‌নি ব‌লেন, বিএন‌পির তো কোন খোঁজ পাত্তা পা‌য়তা‌ছিনা ও‌দের সম্প‌র্কে আমার ভা‌লো জানা নাই

আয়তন : ঢাকা-১৩ আসনটি রাজধানী শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

উল্লেখযোগ্য স্থাপনা ও অন্যান্য :
সরকারি ও বেসরকারি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয় এই আসনটিকে পরিচিত করে তুলেছে। এসকল প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য সার্ক মেট্রলজিক্যাল রিসোর্স সেন্টার, এলজিইডি ভবন, পাসপোর্ট অফিস, আবহাওয়া অধিদপ্তর, পরিবেশ ভবন, সমবায় অধিদপ্তর, সমবায় ভবন, প্রত্নতত্ত্ব ভবন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়, পরমাণু ভবন, বাংলাদেশ বেতার, পরিসংখ্যান ব্যুরো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ কোস্টগার্ডের সদর দপ্তর (নির্মাণাধীন) প্রস্তাবিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা-এর কার্যালয় ইত্যাদি।

এ আসনে প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম বাংলাদেশের একমাত্র জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। প্রতিদিন বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীসহ বহু দর্শনার্থীর আগমন ঘটে এই জাদুঘরে। আরো যা রয়েছে এ আসনে, শিয়া মসজিদ, কৃষি অধিদপ্তর, গণপাঠাগার, ক্যাথলিক মিশন, সাত গম্বুজ মসজিদ, হাউজিং সোসাইটি, পুরার্কীতি, মৃৎ শিল্পের সবচেয়ে বড় বাজার, রায়েরবাজার বধ্যভূমি ও বুদ্ধিজীবী স্মৃতি সৌধ অন্যতম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: