সাভারে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ২৬ মে ২০১৭, ০৫:৩৮ পিএম

সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মুক্তি নামে পুলিশের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে । এছাড়া এই ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

২৬ই মে শুক্রবার ভোর রাতে সাভারের বিরুলিয়া এলাকায় মুক্তিকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানায়, সাভারের মজিদপুর এলাকার মাদক সম্রাট মুক্তিকে গতকাল (বৃহস্পতিবার) সন্ধায় আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে মাদক ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় সেখানে আগে থেকে উৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মুক্তি। পরে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: