ইসির হাতে নির্বাহী ক্ষমতা থাকলে আ’লীগের অধীনেও নির্বাচন সম্ভব

প্রকাশিত: ২৬ মে ২০১৭, ০৯:৫৫ পিএম

বিডি২৪লাইভ প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) হাতে দিয়ে দেন এবং তারা যদি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেন তবে আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতায় থাকলেও একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান।

শুক্রবার বিকেলে ধানমন্ডিস্থ বিডি২৪লাইভের কার্যালয়ে ফেসবুক ভিত্তিক সরাসরি আলোচনার অনুষ্ঠান বিডি২৪লাইভ: দ্যা টক-এ অংশগ্রহণ করে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন বিডি২৪লাইভের স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত হোসেন রাকিব।

আমিনুর রহমান বলেন, ‘আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতায় থেকেও একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব, যদি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সময়ে তার নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে দিয়ে দেন। এবং নির্বাচন কমিশন যদি তাদের জায়গাগুলোতে সুন্দরভাবে পরিচালনা করেন তাহলে আওয়ামীলীগ সরকারের অধীনেও একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব।’

&dquote;&dquote;

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ২০১৪ সালের ৫ ই জানুয়ারিকে কলঙ্কজনক দিন হিসেবে আখ্যায়িত করছি। আমি শঙ্কিত, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে কি না। এখন যদি একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা হয় তাহলে আওয়ামীলীগের ভরাডুবি হবে। সেজন্য আওয়ামীলীগ দমন-পীড়নের মধ্য দিয়ে, পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়ে তারা ৫ ই জানুয়ারির মত আবারও একটি নির্বাচন করার পায়তারা করছে।’

এসময় আওয়ামীলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক যে দর্শন, সে দর্শনটি অনুস্মরণ করুন। আপনারা শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জনগণের সাথে ধোঁকাবাজি করবেন না। বঙ্গবন্ধু যে উদার রাজনীতি করতেন আপনারা সেই নীতি অনুস্মরণ করুন। ২০১৯ সালে সকল দলের অংশগ্রহনে যেন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যবস্থা করুন।’

বিএনপির ভিশন ২০৩০ সম্পর্কে তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যে ভিশনটি ঘোষণা করছেন তা সম্পুর্নভাবে সমর্থন করি। এরকম একটি ভিশন আমরা প্রত্তাশা করেছিলাম। দেরিতে হলেও দেশনেত্রী ভিশনটি ঘোষণা করেছেন। এজন্য তাকে ধন্যবাদ।’

বিএনপির ভিশন আওয়ামীলীগ থেকে চুরি করা-ক্ষমতাসীন দলের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামীলীগের ভিশন থেকে বিএনপি ভিশন দিয়েছে এটাতে আমি একমত নই। আওয়ামীলীগ যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে ভিশনটির কথা বলত তাহলে তারা বলতে পারত তাদের ভিশনটি হুবহু কপি। আওয়ামীলীগ এবং বিএনপির ভিশনের মধ্যে বড় প্রার্থক্য রয়েছে।’

&dquote;&dquote;

তিনি বলেন, ‘দেশ এবং জাতির স্বার্থে যদি ভাল প্রস্তাব তাদেরটাই রয়ে যায় তাহলে আমি এখানে দোষের কোনো কারণ দেখি না।রাজনীতিবিদদের কাজ দেশ এবং মানুষের সেবা দেয়া। সেক্ষেত্রে আওয়ামীলীগ এবং বিএনপির ভিশন উভয়ই যদি এক হয় এবং সেক্ষেত্রে জনগণ সুফল পায় তাহলে আমি এখানে দোষের কিছু দেখছি না।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া এ ভিশনের মধ্য দিয়ে একটি কথা পরিষ্কার করে বলেছেন, প্রতিহিংসার রাজনীতির তিনি অবসান চান। তিনি আগামী দিনে ক্ষমতায় আসলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করবেন।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: