মার্কিন গোয়েন্দা বিমানকে প্রতিহত করল চীন

প্রকাশিত: ২৭ মে ২০১৭, ০২:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নকে প্রতিহত করেছে চীনের দুই যুদ্ধবিমান। বুধবার হংকংয়ের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরে চীনের দাবীকৃত এলাকার কাছ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাওয়ার কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটল।

পি-৩ ওরিয়ন বিমান হংকংয়ের দেড়শ’ মাইল দক্ষিণ-পূর্ব দিয়ে উড়ে যাওয়ার সময় তাকে প্রতিহত করে চীনের দুই যুদ্ধবিমান। এ সময় তারা গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নের মাত্র ২০০ গজের মধ্যে চলে এসেছিল।

মার্কিন কর্মকর্তারা দাবি করেন, পি-৩ ওরিয়নের একেবারে সামনে চলে আসে চীনা একটি যুদ্ধবিমান। এটি অনিরাপদ এবং অপেশাদারভাবে সামনে চলে আসায় পি-৩ ওরিয়নের স্বাভাবিক উড্ডয়ন বাধাগ্রস্ত  হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

আমেরিকা কূটনৈতিক পথে বিষয়টি চীনের কাছে তুলবে বলেও মার্কিন চ্যানেল এবিসি নিউজ জানিয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: