মাইক বাজিয়ে বিয়ে করলেন চঞ্চল, গ্রামে তোলপাড়!

প্রকাশিত: ২৯ মে ২০১৭, ১০:২২ এএম

চঞ্চল চৌধুরীর পরিবারে দুই বড় ভাই আ খ ম হাসান ও আরফান আহমেদ। দুজনেরই দাবি তাদের বউ খুব সুন্দরী। এসব নিয়ে প্রায়ই চলে তাদের তর্ক-বিতর্ক। এবার চঞ্চল কি করবেন! তার তো বৌ নেই। চঞ্চলও কম নন। সে পরীর মতো দেখতে একটি মেয়েকে বিয়ে করে গ্রামবাসীকে মাইকে আওয়াজ দিয়ে জানান দিয়েছেন। এ নিয়ে পুরো গ্রামে তোলপাড়। তবে চঞ্চলের বাস্তব জীবনে নয়, এই গল্পটি পাওয়া যাবে ঈদ উপলক্ষে নির্মাণাধীন নাটক ‘নসু ভিলেন’-এ।

এটি ছয় খণ্ডের ধারাবাহিক। বৃন্দাবন দাশের রচনায় এটি পরিচালনা করছেন সাগর জাহান। নাটকটিতে চঞ্চলকে দেখা যাবে নাম ভূমিকায়।

অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এই নাটকে আমি নসু ভিলেন চরিত্রে অভিনয় করছি। একসময় এই নসু যাত্রা করত ভিলেনের চরিত্রে। সেই চরিত্র থেকে বের হতে পারে না সে। এর মধ্যে নানা ঘটনা ঘটতে থাবে। হাস্যরসে ভরপুর বেশ চমৎকার একটি নাটক হবে এটি। আশা করছি দর্শক উপভোগ করবেন।

নাটকটি নির্মাণ প্রসঙ্গে সাগর জাহানের পক্ষে তার প্রধান সহকারী ও অভিনেতা এ আর আকাশ বলেন, নসু ভিলেন গল্পটি দারুণভাবে সাজিয়েছেন বৃন্দাবন দাদা। ছয় খণ্ডের এ ধারাবাহিকটি ভালোভাবে শেষ করতে পুরো টিম খুব সিরিয়াসলি কাজ করছে। ঈদের দর্শকের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস করি।

‘নসু ভিলেন’ নাটকে চঞ্চলের বড় ভাবীর চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ খুশি, মেজো ভাবীর চরিত্রে আছেন তানজিকা আমিন এবং তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে আনিকা কবির শখকে। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, ইকবাল, মাসুদ হারুন প্রমুখ। আসছে ঈদে ছয় খণ্ডের এ নাটকটি প্রচার হবে এটিএন বাংলায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: