‘হারটি আমাদের জন্য একটি বড় শিক্ষা’

প্রকাশিত: ২৯ মে ২০১৭, ০৩:২৮ পিএম

আর মাত্র দুই দিন তারপরই বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে লড়াই করেও হেরে গেছে বাংলাদেশ।

পরিসংখ্যানে এই ম্যাচ জায়গা না পেলেও ২ উইকেটের হারে সমর্থকদের মনে এ নিয়ে কাজ করছে হতাশা। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ম্যাচটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন।

পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার গ্লানি সঙ্গে নিয়েই বাংলাদেশ অধিনায়ক ভাবছেন ম্যাচটির ইতিবাচক-নেতিবাচক দুইদিকই, ‘পরাজয় কখনই ভালো জিনিস নয়, এমনকি এটা নিছক একটা ওয়ার্ম-আপ ম্যাচে হলেও। আবার একইসাথে এটাও সত্য যে, একটি ওয়ার্ম-আপ ম্যাচে জয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া।’

এদিকে নাটকীয় ম্যাচে পরাজয় বরণ করা থেকে শিক্ষা লাভ করতে চান মাশরাফি, ‘এটি আপনাকে আপনার শক্তিমত্তা এবং দুর্বলতা সম্পর্কে জানার সুযোগ দেয়। এই দৃষ্টিকোণ থেকে, হারটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমি খুশি এ কারণে যে টুর্নামেন্ট শুরুর আগেই আমরা হেরেছি। এতে শোধরানোর সময় পাওয়া যাবে।’

দলের দুর্বলতা খেলোয়াড়েরা এখন জানেন উল্লেখ করে মাশরাফি ফিল্ডিংয়ে উন্নতির কথাও জানান, ‘আমরা এখন বুঝি কীভাবে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কোন সেকশনে আমাদের পরিবর্তন আনা প্রয়োজন। উদাহরণ হিসেবে- ফিল্ডিংয়ে অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। অনেকগুলো ক্যাচ মিস করার পরেও যদি গত ম্যাচ আমরা জিতে যেতাম, এই গুরুত্বপূর্ণ ইস্যুটি আড়ালে থেকে যেত।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: