ভারতে সড়ক দুর্ঘটনায় ২২ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৫ জুন ২০১৭, ১২:৫৮ পিএম

ভারতের উত্তরপ্রদেশে গতকাল রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় ২২ জনের প্রাণহানি হয়েছে। আজ সোমবার এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।  

খবরে বলা হয়, উত্তর প্রদেশের ব্যারেলির ২৪ জাতীয় মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

রাত ১টা ১০ মিনিটের দিকে ওই দুর্ঘটনা ঘটে। ওই সময় দুই চালক ও সহকারীসহ বাসে যাত্রী ছিলেন ৩৮ জন। নয়া দিল্লি থেকে বাসটি উত্তর প্রদেশের গন্ডা যাচ্ছিল। বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনায় আরও ১৯ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।  

বেরেলির জেলা হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। হাসপালের চিকিৎসক ডা. শৈলেশ রঞ্জন বলেন, সোমবার ভোর ৫.৪৫ মিনিটে আমরা ২২ জনের মরদেহ গ্রহণ করি। পুড়ে যাওয়ায় তাদের পরিচয় চিহ্নিত করা যায়নি। এমনকি তারা নারী না পুরুষ এটাও বোঝার উপায় নেই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: