কর্মব্যস্ততায় বেরোবি উপাচার্যের দিন শুরু 

প্রকাশিত: ১৪ জুন ২০১৭, ০৮:৪৩ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সকাল ৯টায় ক্যাম্পাসে প্রবেশ করে বাংলোতে গিয়ে ঠিক সাড়ে ৯টায় স্বীয় কার্যালয়ে বসেছেন । আজ বুধবার (১৪ জুন) বেরোবিতে যোগদানের মাধ্যমে বেরোবির নতুন এই উপাচার্যের কর্মদিবস শুরু হয়।

দীর্ঘ ৩৯ দিন বেরোবি অভিভাবকশূন্য থাকার পর বেরোবির ৪র্থ তম উপাচার্য হিসেবে কাজে যোগদান করেন তিনি।

কার্যালয়ে প্রবেশ করেই তিনি অর্থসংক্রান্ত কিছু ফাইল ও ফলাফল সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন।এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনসহ রংপুরের বিভিন্ন ব্যক্তিবর্গ উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

বেরোবির ব্যাপারে তাঁর পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি জানান,যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চালু করবো।

এদিকে, নতুন উপাচার্যকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশাও অনেক।পূর্বের উপাচার্য ড.একেএম নূর উন নবী ছাত্রদের যেসকল প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন সেগুলো এই উপাচার্য পূরণ করবেন বলে শিক্ষার্থীরা আশা করছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: