জেনে নিন বৃহস্পতিবার দিনটি আপনার কেমন যাবে?      

প্রকাশিত: ১৪ জুন ২০১৭, ১০:০০ পিএম

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বুধ। ১৫ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৬,১৫,২৪। আপনার শুভ বর্ণ : সবুজ ও সাদা। শুভ গ্রহ ও বার: শুক্র ও বুধ। শুভ রত্ন: পান্না ও হীরা।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৬ষ্ঠী তিথি রাত: ১:১৫ পর্যন্ত পরে ৭মী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি আর্থিক ঝামেলা-পূর্ণ। ব্যবসায়ীক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সপ্তাহর শেষ কর্মদিবস হওয়াতে কিছু ঝামেলায় থাকবেন। বন্ধুর সাথে কোনো কারনে মনমালিন্য হতে পারে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। ঠিকাদারী কাজে কোন দূরবর্তি জেলায় ভ্রমন করতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আপনার কর্মস্থলে ভালো ঘটনা ঘটতে পারে। শত্রু পক্ষ আপনার কর্ম দক্ষতা দেখে পিছিয়ে যাবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার বদলী আপনাকে স্বস্থি এনে দিতে পারে। চাকরী সংক্রান্ত কোনো পরীক্ষায় আশানুরুপ লাভবান হবেন। প্রভাবশালী কোনো নেতা বা প্রশাসনিক কর্মকর্তার সহায়তায় চাকরী লাভের যোগ প্রবল।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ প্রবল। কোনো বিধর্মী জাতিকার সহায়তায় আপনার ভাগ্য উন্নতি হতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ প্রবল। ওমরা হজ্বের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসায়ীক কাজে ভ্রমন করতে হবে। উচ্চ শিক্ষায় কোনো প্রকার ঝামেলা হবার আশঙ্কা।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কট রাশির জাতক জাতিকার রাগ ও জেদের উপর পূর্ণ নিয়ন্ত্রন প্রয়োজন। রাস্তাঘাটে একটু দেখে শুনে চলতে হবে। কারো সাথে কোনো প্রকার তর্ক বিবাদে জড়াতে যাবেন না। ব্যবসায়ীক কারনে কিছু ব্যাংকিং ঝামেলায় পরতে পারেন। নগদ টাকার সঙ্কট দেখা দিতে পারে। প্রশাসনিক কোনো ব্যক্তির দ্বারা ঝামেলায় পড়তে পারেন।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকাদের বৈদেশীক বাণিজ্যে ভালো লাভ হতে পারে। বিদেশী পণ্যের ব্যবসায় শুল্ক সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল। যৌথ ও অংশিদারী ব্যবসায় ঝামেলা দেখা দিতে পারে। ব্যবসায়ীক কারনে বিদেশ যাত্রার সুযোগ আসবে।

কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): আজ কন্যা রাশির জাতক জাতিকাদেও শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে প্রবল বাধা বিপত্তির সম্মূখীন হতে পারেন। কোন সহকর্মীর সাথে হটাৎ করে বিরোধে জড়িয়ে পরতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় আরো বেশী আগ্রহী হতে হবে। পায়ে বা কোমড়ে কোনো আঘাত পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুবই ঝামেলার। গনিত শাস্ত্র পড়াশোনা নিয়ে বিদ্যার্থীরা ব্যস্ত থাকবেন। সন্তানের পড়াশোনার প্রতি বিশেষ নজর দিন। অকারনে কারো প্রতি রাগও জেদ নিয়ন্ত্রন করতে হবে। শিল্পী ও কলাকুষিলবদের দিনটি রহস্যময় বাধা বিপত্তিতে যাবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি চরম ভুল বুঝাবুঝির।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): হটাৎ করে বাড়ীতে কোনো আত্মীয়র সাথে বিবাদে জড়িয়ে পরতে পারেন। রাগ ও জেদের উপর নিয়ন্ত্রন প্রয়োজন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো কারনে মাতৃস্থানিয় কারো সাথে অকারনে ভুল বুঝাবুঝি দেখা দেবে। গৃহ পরিবেশ কিছুটা উত্তপ্ত বলা যায়। কাজ কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। যানবাহন সংক্রান্ত বিষয়ে ঝামেলা।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক জাতিকাদের দিনটি রহস্যময়তায় ভরা। গার্মেন্টস ব্যবসায় ভালো আয় হলেও কিছু টাকা হারিয়ে ফেলতে পারেন। বস্ত্র ক্রয় বিক্রয় লাভজনক। ছাপার কাজের সাথে সংশ্লিষ্টদের কাজের চাপ অনেক বাড়তে পারে। সাংবাদিকদের কাজের ব্যস্ততা অব্যাহত থাকবে। আর্থিক সঙ্কটের কারনে কিছু গহনা বিক্রয় করতে পারেন। প্রতিবেশীর সাথে কোনো কারনে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): বাড়তি কিছু আয় রোজগারের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। খাদ্য ও পোশাক ব্যবসায় আয়ের সুযোগ আসবে। জাতিকাদের সঞ্চয়ের সুযোগ দেখা যায়। বৈদেশীক কাজ কর্মে ভালো লাভ হতে পারে। ট্রাভেল এজেন্সীর ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। কাজে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। অংশিদারী কাজে অযথা ভুল বুঝাবুঝির কারনে কাজে অগ্রগতি হবে না। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। কোনো গুরুত্ব পূর্ণ বৈদেশীক আলোচনা সফল হতে পারে। বিদেশ যাত্রার যোগ বলবান।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): আজ মীন রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমনের সম্ভাবনা দেখা যায়। বকেয়া বিল আদায়ের যোগ বলবান। প্রবাসীদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। বিদ্যার্জনের জন্য যারা বিদেশে অবস্থান করছেন তারা ভিসা সংক্রান্ত কোনো জটিলতার সম্মূখীন হতে পারেন। ব্যবসায়ীক কাজে হটাৎ করে দূরে কোথাও যেতে হতে পারে।

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাঙ্গঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
মোবাইল: ০১৭১৬-৬০৮০৮২

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: