বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশিত: ১৫ জুন ২০১৭, ০৬:২৮ পিএম

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আবদুস সালাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ ১৫ জুন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আবদুস সালাম পলাতক রয়েছে। সে কাহালুরের দিপুইল পূর্বপাড়া গ্রামের মৃত আবদুর রহিম ফকিরের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার দুগড়া গ্রামের ইব্রাহিম আলীর মেয়ে রিপা খাতুনকে (১৯) বিয়ে করে আবদুস সালাম। বিয়ের পর যৌতুক নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। ২০০২ সালের ২৬ মার্চ রাত ২টার দিকে সালাম ছুরিকাঘাতে স্ত্রী রিপাকে হত্যা করে। পরদিন কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার ও সালামকে গ্রেফতার করে।

এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম আলী সালামের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সালাম আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করে। ২০০২ সালের ২৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন আলী আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: