কুড়িগ্রামে এতিমদের মাঝে ‘সার্চ ফর হিউম্যানিটি’র পাঞ্জাবি বিতরণ

প্রকাশিত: ১৮ জুন ২০১৭, ০৪:২১ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলার শিশুপল্লীর এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পাঞ্জাবি বিতরণ করেছে মানবতাবাদী ও সেচ্ছাসেবী সংগঠন ‘সার্চ ফর হিউম্যানিটি’। শনিবার (১৭ জুন) এ বিতরণ কার্যক্রাম অনুষ্ঠিত হয়।

সার্চ ফর হিউম্যানিটি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সোহরাব হোসেন মাহাদী ও সহকারি প্রচার সম্পাদক তানজিলা হাওলাদারের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম সঞ্চালনা করেন জেলার সেচ্ছাসেবী সংগঠন সারথির পরিচালক জাহানুর রহমান খোকন।

&dquote;&dquote;

সার্চ ফর হিউম্যানিটি কুড়িগ্রাম ছাড়াও রাজধানীতে অবস্থিত শিশুকলি পাঠশালার শিক্ষার্থী, পথশিশু পথবাসিদের মাঝে ঈদের নতুন জামা কপাড় বিতরণ করেন। এছাড়াও সংগঠনের বিভিন্ন জেলা শাখায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, এতিদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

&dquote;&dquote;

উল্লেখ্য, সার্চ ফর হিউম্যানিটি রাজধানীর বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঘটিত একটি মানবতাবাদী ও সেচ্ছাসেবী সংগঠন। ২০১৫ সালে গাইবান্ধার ফুলছড়িতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এ সংগঠনের কার্যক্রম শুরু হয়। রাজধানী ঢাকা ছাড়াও সার্চ ফর হিউম্যানিটি কার্যক্রম চলছে গাজীপুর, নারায়নগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও শরীয়তপুর জেলায় ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: