আজ থেকে শুরু হচ্ছে বেরোবির একাডেমিক ছুটি

প্রকাশিত: ২০ জুন ২০১৭, ০২:৫১ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঈদ ও শবেকদর উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২০ জুন) থেকে একাডেমিক ছুটি শুরু হয়েছে। আগামী ২৯ জুন পর্যন্ত এ ছুটি চলবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়,আগামী ২০ জুন মঙ্গলবার থেকে ২৯ জুন পর্যন্ত বেরোবির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এই ছুটিতে ছাত্রদের দুই আবাসিক হল খোলা থাকলেও মেয়েদের হলটি বন্ধ থাকবে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন) বলেন, আগামী ২২ জুন বেলা ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করতে বলা হয়েছে। আগামী ২৮ জুন সকাল ৯টায় হল খুলে দেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: