অর্থমন্ত্রী বেঁচে থাকলে আরও বাজেট দেবেন

প্রকাশিত: ২১ জুন ২০১৭, ০২:৩২ পিএম

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ চাওয়ায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘অর্থমন্ত্রী ১২টি বাজেট দিয়েছেন। উনি বেঁচে থাকলে আরও দেবেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তিনি আরও বাজেট দেবেন। কারণ তার প্রতি প্রধানমন্ত্রীর আস্থা আছে।’

বুধবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের বাজেট নিয়ে অনেক আলোচনা হয়েছে। জিয়া উদ্দিন বাবলু যে ভাষায় মাননীয় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন আমি এ ভাষা আশা করিনাই। সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু সমালোচনা হবে গঠনমূলক।’

এসময় জিয়াউদ্দিন আহমেদ বাবলুর উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন বয়স নিয়ে কথা বলেন, আপনাদের নেতা এরশাদের বয়সের কথা চিন্তা করেন না? যার নেতৃত্বে আপনি দল করেন। তার বয়সতো অর্থ মন্ত্রীর চেয়ে ৫ বছর বেশী। বাবলু কি করে ভুলে গেল তার (এরশাদ) বয়স ৮৬ এর বেশী? আমাদের মাননীয় অর্থমন্ত্রীর চেয়ে বেশী। বাবলু যদি বলত, হুসেইন মুহাম্মদ এরশাদের অনেক বয়স হয়েছে, আপনি আগে পদত্যাগ করেন। তাহলে কথাটা খুব ভাল ছিল।’

মন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন। আমরা নিজেরাও অনেকে এ বাজেটের সমালোচনা করেছি। এ বাজেট আমাদের ক্যাবিনেটে অনুমোদিত। এটা প্রস্তাব, ফাইনাল নয়। যদি কোনো কথা থাকে বাজেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন, বাজেট পেশের পরে যদি কোনো সমস্যা থাকে, জনগণের উপর যদি করের বোঝা আসে, ব্যাংকের বিষয় নিয়ে-তিনি সেগুলো দেখবেন।’

বর্তমান সরকারকে জালেম সরকার বলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া গতকাল বলেছেন, জালেম সরকার। কিন্তু উনি ভুলে গেছেন ২০০১ এর কথা।’

তোফায়েল বলেন, ‘বেগম খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। নামটা যখন বলে নামের আগে যে বিশেষণ আছে সেটা উল্লেখ করে না। তার মানে হল মনের মধ্যে ক্রোধ, হিংসা এবং প্রতিহিংসা। শুনতেও খারাপ লাগে। আমরাওতো ইচ্ছে করলে সেভাবে বলতে পারতাম।’

মন্ত্রী বলেন, ‘উনি (খালেদা) ভিশন ২০৩০ দিয়েছেন। যেটা আমাদের প্রধানমন্ত্রীর ভিশনকে অনুস্মরণ করেছেন। খালেদা জিয়া বলেছেন, তিনি প্রতিহিংসায় যাবেন না। অপরদিকে তিনি বললেন, এক কাপড়ে আমাদেরকে বিদায় করবেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেবেন না বলে খালেদা জিয়া বলেছেন। এটা তিনি ২০১৪ সালেও চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননাই।আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। এবং সেই নির্বাচনে বিএনপিকে আসতে হবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: