মন্ত্রীকে বানর বলে তদন্তের মুখে মালিঙ্গা

প্রকাশিত: ২২ জুন ২০১৭, ০৯:২০ পিএম

এবার মালিঙ্গা তার দেশের মন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলায় মালিঙ্গা বিরুদ্ধে তদন্তের মুখে পড়েতে হচ্ছে। ঙ্কান পেসার মালিঙ্গার বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির ক্রিকেট বোর্ড। নিজ দেশের ক্রীড়ামন্ত্রীকে বানর বলায় বিপাকে পড়েছেন তারকা পেসার।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দাইয়াশ্রী জয়শেখর কিছুদিন আগে বলেন, ‘খেলোয়াড়রা বেশি মোটা হয়ে গেছে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে বাদ পড়েছে।’

ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফেরেন মালিঙ্গা। আগের চেয়ে তার পেট একটু বেশি মোটা হয়ে গেছে। মালিঙ্গা তাই ধরে নিয়েছেন মন্ত্রীর ‘বাণী’ তাকে উদ্দেশ্য করে।

‘যারা শুধু চেয়ার গরম করতে জানে, আমি তাদের সমালোচনা পাত্তা দেই না,’ মন্তব্য করে মালিঙ্গা বলেন, ‘তোতাপাখি কীভাবে বাসা তৈরি করে তা একটা বানর কীভাবে বুঝবে? ব্যাপারটা এমন যে একটা বানর তোতাপাখির বাসায় ঢুকে সে বিষয়ে কথা বলছে।’

জয়শেখর মালিঙ্গার কথা শুনে বলেন, ‘এমন মন্তব্য বোর্ডের সঙ্গে চুক্তিভঙ্গের সামিল। আমি খেলোয়াড়দের সমালোচনা করেছি। মালিঙ্গার নাম তো করিনি। সে নিজেই নিজেকে টেনেছে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: