গরুর মাংসের পর এবার মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ১১:৩০ পিএম

ভারতে গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞার পর এবার মাছ নিয়ে ফতোয়া জারি করেছে ভারতের ‘সারা ভারত মৎস রক্ষা কমিটি’ নামের একটি সংগঠন।

জানা গেছে, গরুর পর এবার হিন্দু ধর্মালম্বীদের ঈশ্বরের আসনে বসতে চলেছে ‘মাছ’।

মৎস রক্ষকদের মতে, মাছ হল ভগবান বিষ্ণুর একটি অবতার। অর্থাৎ তাদের মতে মাছ খাওয়া আর ঈশ্বরকে খাওয়া সমান।

এবেলার খবরে বলা হয়েছে, এই সংগঠনেরই এরকম একটি পোস্ট দেশটির সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। কিন্তু গরুর মতো মাছ খাওয়াকে কেন্দ্র করে সারা ভারতে নরহত্যার মতো ঘটনা ঘটে কি না তাই এবার দেখার বিষয়।

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: