পেটের মেদ কমান ঘরোয়া উপায়ে

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৭, ০৪:৩৯ পিএম

মোটা শরীর নিয়ে খুবই চিন্তিত? কোন কিছুতেই কাজ হচ্চে না। সকাল বিকাল ব্যয়াম করা এবং ডায়েন্ট কন্ট্রোল করেও কোন কাজ হয় না। শরীরের মেদ দিন দিন বাড়তেই থাকে। কিন্তু আপনার হাতেই কাছেই এমন কিছু জিনিস আছে সেগুলো নিয়ম করে খেয়েলেই শরীরের মেদ দ্রুত কমে যাবে। তবে আসুন যেনে নেয়া যাক-

অনেকের কাছে অনেক কিছু খাওয়ার পরামর্শ শুনেছেন। এবাই এই কাজটা আপনি একবার করেই দেখুন। চিকিৎসকরা বলছেন, উষ্ণজলে দারচিনি ও মধু আপনার শরীরের মেদ দ্রুত কমাতে সাহায্য করে।

কিভাবের তৈরী করবেন:
একটা পাত্রে পানি নিন। ভালো করে ফুটিয়ে নিন পানি। ফুটন্ত পানিতে কয়েকটা দারচিনি ফেলে দিন। ফের ফোটাতে থাকুন। পাত্রে রাখা পানি ঠান্ডা হতে দিন। এরপর পানির মধ্যে দু’চামচ মধু মিশিয়ে নিন। ব্যস তৈরি আপনার মেদ কমানোর পানীয়।

ব্যবহার বিধি:
এই মিশ্রণটি সকালে এবং বিকেলে একবার করে পান করুন। আর অবশ্যই রাতে শোয়ার আগে পান করুন। বিশেষজ্ঞরা বলছেন, এক সপ্তাহের মধ্যে পরিবর্তন চোখে পড়বেই!

 


বিডি২৪লাইভ/ইউএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: