বার কাউন্সিলের জন্য টেনস রিওরের ফ্রি ক্লাস 

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৭, ০৪:৫৩ পিএম

মনিরুল ইসলাম,
স্টাফ করেসপন্ডেন্ট;
বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ তালিকাভূক্তির লিখিত পরীক্ষার জন্য ফ্রি ক্লাসের আয়োজন করেছে টেনস রিওর ল’ একাডেমী।

আগামী শুক্রবার বিকেল ৩ টায় রাজধানীর ফার্মগেটের রহমান ম্যানশনে একাডেমীর কার্যালয়ে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার জন্য ফ্রি ক্লাস ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

&dquote;&dquote;

লিখিত পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার খাতায় লেখার নিয়ম এবং অল্প সময়ে বিশাল সিলেবাসকে রপ্ত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ফ্রি ক্লাসে প্রদান করা হবে বলে জানিয়েছেন ল’ একাডেমীর পরিচালক সাকিল আহমাদ।

ফ্রি ক্লাস শেষে আগামী শনিবার থেকে লিখিত পরীক্ষার জন্য নিয়মিত ক্লাস আরম্ভ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, টেনস রিওর ল’ একাডেমীতে ক্লাস নিবেন বিচারক, অ্যাডভোকেট ও আইনে শিক্ষায় বিশেষ পারদর্শীরা। আর শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ কেয়ারের ব্যবস্থা. নিয়মিত পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে শীট প্রদান করা হবে।

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় সফলভাবে কৃতকার্য হওয়ার জন্য প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদেরকে ফ্রি ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন একাডেমীর পরিচালক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: