জয় দিয়েই মিশন শুরু করলো পাইলটের রাজশাহী

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৭, ০৬:৫২ পিএম

কক্সবাজার থেকে সোহরাব মাহাদী: বড় জয় দিয়েই মাস্টার্স ক্রিকেট কার্নিভাল মিশন শুরু করল খালেদ মাসুদ পাইলটের একমি রাজশাহী মাস্টার্স। টুনামেন্টের উদ্বোধনী ম্যাচে অল স্টারস মাস্টার্সকে ৪৫ রানে হারিয়েছে জাভেদ ওমর বেলি ও হান্নান সরকাররা।

টস হেরে প্রথমে ব্যাট করে ১১৫ রান করে পাইলটের টিম। জবাবে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় মুকুল, তালহা যুবায়েরা।

আজ (২৬ জুলাই) বুধবার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল টুনামেন্ট।

&dquote;&dquote;

দিনের প্রথম ম্যাচে টস হেরে একমি রাজশাহী মাস্টার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় এক্সপো অলস্টারস। তাতে ৪৫ রানের জয় দিয়ে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু করে একমি রাজশাহী মাস্টার্স।

রাজশাহীর ইনিংসে ব্যাট হাতে জাভেদ ওমর বেলিম ১৫ বলে ৩ ছক্কায় ২৪ রান করেন। ২১ রান করেন মাহমুদুল হাসান রানা। বল হাতে নিয়াজ মোর্শেদ নাহিদ ২টি উইকেট নেন।

এক্সপো অলস্টারস মাস্টার্সের একাদশ:
মাসুদুর রহমান মুকুল, তালহা যুবায়ের, মো. আসাদুল্লাহ খান বিল্পব, মো. এহসানুল হক সেজান, হাসিবুল হোসেন শান্ত, রাশিদুল হক সুমন, মেহরাব হোসেন অপি, মোর্শেদ আলী খান সুমন, জাহাঙ্গীর আলম, নিয়াজ মোর্শেদ নাহিদ ও জহিরুল হক খান রাশেদ।

&dquote;&dquote;

একমি রাজশাহী মাস্টার্সের একাদশ:
খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক), আব্দুল হান্নান সরকার, আলমগীর কবির, মো. রফিকুল ইসলাম খান, জাভেদ ওমর বেলিম, শেখ গোলাম মোস্তফা, মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মাহমুদুল হাসান রানা, মো. রাশেদুজ্জামান, আলী আরমান রাজন ও তারেকুল ইসলাম তারেক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: