মক্কায় আরও এক হজ যাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০১৭, ১১:৫৭ এএম

সাগর চৌধুরী, সৌদি আরব থেকে: সৌদি আরবের পবিত্র মক্কা আল-মুকাররমায়  মোঃ ফরিদ উদ্দীন  (৬১) নামে বরিশাল জেলার আরও একজন হজ যাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর পাসপোর্ট নম্বরঃ বি এম ০৯৫৩৫৫৫ ।

হজ মিশনের তথ্যমতে ২ আগষ্ট পর্যন্ত বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪১ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫১টি ফ্লাইটে সৌদিতে আগত সর্বমোট বাংলাদেশি হজযাত্রী ৩১ হাজার ৬ শত ৮৮ জন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩,৩৩৭ জন (ব্যবস্থাপনা সদস্য সহ) ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৮,৩৫১ জন।

অন্যদিকে জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজকীয় সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের সাথে বিশেষ সভায় মিলিত হয়ে একাধিকবার হজ পালনকারীদের ভিসা ইস্যুর ক্ষেত্রে অতিরিক্ত ফি আরোপের বিষয়ে আলোচনা করেন। আরোপিত ফি পরিশোধে হজ পালনে সুযোগ থাকতে পারে তাদের।

উল্লেখ্য, সৌদি হজ মন্ত্রনালয়ের নিয়মানুযায়ী ৫ বছরে একবার হজ করতে পারবেন,একজন হজপ্রার্থী।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: