মার্ক জাকারবার্গের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা কি সম্ভব?

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০১৭, ০৮:০৮ পিএম

মার্ক জাকারবার্গ একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে।

সোস্যাল নেটওয়ার্কের অন্যতম মাধ্যম ফেসবুক। ফেসবুকের মাধ্যমে অনেকেই উপকৃত হই, ঠিক তেমনি অনেক সময় সমস্যাতেও পড়েত হয় অনেককে।

বিভিন্ন সময় অনেকে এমন বাজে মুহূর্তে পরে যে তারা তখন জাকারবার্গকে ব্লক করতে চান। কিন্তু আদৌ কি তা সম্ভব। কখনো চেষ্টা করে দেখেছেন কি?

জাকারবার্গকে ব্লক করা সম্ভব নয়। তিনি কখনো ব্লকের শিকার হননি।

ফেসবুক ইঞ্জিনিয়ারেরা এটি প্রাইভেসির রেখেছেন যাতে তার অ্যাকাউন্ট কখনও ব্লক না হয়।

অনেক সময় অনেকে তার অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টা করেছেন। কিন্তু তা কখনো কেউ করতে পারেনি।

অনেক সময় ভালো সাইট অফ করার জন্য অনেকে চেষ্টা চালায়। যেহেতু ফেসবুকে একসঙ্গে অনেকে কোনো অ্যাকাউন্ট ব্লক করার জন্য ম্যাসেজ করতে পারে, সেহেতু অনেক সময় অনেকে এর খারাপ ফায়দা উঠায়।

কোনো অ্যাকাউন্ট রুল না ভাঙ্গার পরেও ব্লকের সমস্যায় ভুক্তভোগী হয়। এ সমস্ত সমস্যা থেকে রক্ষা পেতে জাকারবার্গের অ্যাকাউন্টে খুব শক্তভাবে প্রাইভেসি দেয়া আছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: