যমজ মানুষের প্রদর্শনী চলছে ২০০ বছর ধরে!

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০১৭, ০৬:৩২ পিএম

'যমজ মানুষ' বিষয়টি যেন একটু ব্যতিক্রমধর্মী। আর এই যমজদের নিয়ে প্রায় ২০০ বছর ধরে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে ঐতিহ্যগতভাবেই হয়ে আসছে সমবেত যমজ প্রদর্শনী উৎসব।যেখানে সমবেত হন পৃথিবীর নানান প্রান্ত থেকে আসা নানা জাতের, বর্ণের এবং বয়সের যমজ মানুষ।

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বের সবচেয়ে বড় নজরকাড়া যমজ মানুষের প্রদর্শনীর ৪২তম যমজ উৎসব। দুইশত বছর পূর্বে শুরু হওয়া এই অনুষ্ঠানটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় যমজ মানুষের প্রদর্শনী।

৬ আগস্ট (রবিবার) সমবেত এই যমজ প্রদর্শনীর অনুষ্ঠানে অংশগ্রহণকারী যমজগণ একই রকম অসাধারণ সুন্দর পোশাক ও সাজের সমন্বয়ে নিজেদের জাঁকজমকপূর্ণ প্রতিভা উপস্থাপন করেন।সাথে ছিল বেশ কিছু চোখ ধাঁধানো আয়োজনও।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: