এখনও জমে ওঠেনি ‘ঈদ বাজার’

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০১৭, ০৬:৩৩ পিএম

রাজধানীর নিউমার্কেট। এ এলাকাটি পোশাক কেনাবেচার জন্য অনন্য এক নাম। ঈদের বাকি আর দুই থেকে আড়াই সপ্তাহ। তবে এ এলাকায় এখনও জমে ওঠেনি ঈদ বাজার।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নিউমার্কেট এলাকায় ক্রেতা সমাগম অনেক কম। মাঝে-মাঝে দুই-একজন ক্রেতা আসছেন। অধিকাংশ বিক্রেতা অলস সময় কাটাচ্ছেন।

বিক্রেতারা বলছেন, ঈদুল আযহা বা কুরবানী ঈদে মানুষ সাধারণত পশু কেনা-বেচাতেই ব্যস্ত থাকে। এ ঈদে নতুন পোশাকের চাহিদা অনেক কম। তাই তাদের বিক্রির পরিমাণও কম।

&dquote;&dquote;

তারা বলছেন, ঈদের কয়েকদিন আগ থেকেই ক্রেতারা আসতে শুরু করে। ঈদের দুই বা তিনদিন আগে থেকে বেচাকেনা জমে ওঠে। এর আগে বছরের অন্যান্য দিনগুলোর মতই চলে বেচাকেনা।

নিউইয়র্ক টেক্সটাইল নামের একটি কাপড়ের দোকানে গিয়ে দেখা যায়, ক্রেতাশূন্য থাকায় চারজন বিক্রয়কর্মী বসে অলস সময় কাটাচ্ছেন। এই দোকানের বিক্রয় কর্মী মোহাম্মদ শামিম বিডি২৪লাইভকে বলেন, এখন বেচাকেনা খুব কম, খুব খারাপ অবস্থা।

&dquote;&dquote;

অন্যদিকে রনি সুজের বিক্রয়কর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদ উপলক্ষ্যে বেচাকেনা এখনও জমে ওঠেনি। কোরবানীর ঈদে গরু নিয়ে ব্যস্ত থাকে সবাই। তাই এখন তেমন একটা বেচাকেনা নাই। তবে ঈদের দুই বা তিনদিন আগে বিক্রি হয়।

ফেব্রিক হাউজের বিক্রয় কর্মকর্তা আনোয়ার উল্লাহ বিডি২৪লাইভকে বলেন, ঈদের এক সপ্তাহ আগে মোটামুটি বিক্রি হয়। এখন তেমন কাস্টমার নাই। বাজারে নতুন কালেকশন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ব্যবসাইতো নাই। ব্যবসা ভাল হলেইতো নতুন কালেকশন থাকত।

&dquote;&dquote;

এদিকে কোনো-কোনো দোকানে গিয়ে দেখা যায়, মন খারাপ করে বসে আছেন বিক্রেতারা। ক্রেতা সমাগম কম বলে অনেকটা মাথায় হাত তাদের। ফ্যাশন ফেয়ারের সত্ত্বাধিকারী মোহাম্মদ গণি বিডি২৪লাইভকে বলেন, মাথায় হাত দিয়ে বসে আছি। বেচাকেনা নাই। কোরবান ঈদে বেচাকেনা জমে না।

বিডি২৪লাইভ/এসএইচআর/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: