পাবনায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে র‌্যালী ও সভা

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০১৭, ০৫:৫২ পিএম

ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জয়কালী বাড়ী মন্দিরে আলোচনা সভা ও শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সোমবার বেলা ১১টায় এসব কর্মসূচি পালিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেখা রানী বালো। সম্মানিত অতিথি ছিলেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ। 

জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাদল কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্য‘র মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বিজয় ভূষন রায়, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র প্রমুখ। পরে বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা করে জয়কালী বাড়ী মন্দিরে জড়ো হয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শ্রেষ্ঠ শোভাযাত্রাকারীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। জেলা পুজা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ও জেলা জন্মাষ্টমী উৎসব পরিষদ এই কর্মসূচি পালন করে।

বিডি২৪লাইভ/এস এ 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: