‘শোক দিবস’ উপেক্ষা করে ক্লাস নিলেন কুবি শিক্ষক!

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৭, ০৭:৩২ পিএম

জাতীয় শোক দিবস উপেক্ষা করে ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে । জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রশাসনিক ভবনে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন । আলোচনা সভা চলাকালীন সময়ে ওই শিক্ষক নিজ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক কে ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে বলেন । ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তজেনা শুরু হয় এবং শাখা ছাত্রলীগ প্রশাসনিক ভবনের গেইট বন্ধ করে ওই শিক্ষকের বহিস্কার দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে ।

এদিকে অভিযুক্ত শিক্ষকের বহিস্কার দাবিতে শাখা ছাত্রলীগ উপাচার্য বরাবর স্বারকলিপি দেন । স্বারকলিপিতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যেখানে সারাদেশ যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করছে, সেখানে তিনি ক্লাস নিচ্ছেন । এতে করে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে অসম্মান দেখিয়েছেন এবং একটি দেশদ্রোহী কাজ করেছেন ।স্বারকলিপি থেকে আরো জানা যায়,

আগামীকাল দুপুর ১২ টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে বহিস্কার না করে তাহলে শাখা ছাত্রলীগ অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরিক্ষা বন্ধ করে দেওয়ার হুমকি দেন । এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনা জানতে চাওয়া হলে তিনি বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম কে বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ।আমার বিভাগের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরিক্ষা চলছে, শিক্ষার্থীরা কিছু বিষয় না বুঝার কারনে আমার কাছে তারা বুঝতে এসেছে তাই তাদের অনুরোধে আমি স্বল্প সময়ের জন্য ক্লাস নিয়েছি ।’ সার্বিক বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ গণমাধ্যমকে বলেন, ‘ ঘটনাটি আমি শুনেছি এবং ছাত্রলীগের স্বারকলিপি আমি পেয়েছি,তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।’

বিডি২৪লাইভ/এস এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: