রাজনৈতিক দলগুলোর সমঝোতার উদ্যোগ নেবে না ইসি

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০১৭, ০৩:৪৭ পিএম

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। ইসি এ উদ্যোগ নেবেও না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে শেষ দিনের মতবিনিময সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের শপথ দৃঢ়ভাবে পালন করব। যত চাপ আসুক, নতি স্বীকার করবো না।

এদিকে, সকাল সোয়া ১০টার দিকে দ্বিতীয় দিনের সংলাপ শুরু হয়ে শেষ হয় বেলা পৌনে একটায়। সভায় গণমাধ্যমের ৩৪ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানায় কমিশন।  এর আগে বুধবার (১৬ আগস্ট) প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাকিদের সঙ্গে বেঠকের আগে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেছে ইসি। সেখানে সংলাপে আমন্ত্রিত ৩৬ জনের মধ্যে অংশ নেন ২৬ জন।

গতকালের বৈঠকে সাংবাদিকরা সেনা মোতায়েনের পক্ষে এবং বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ আবার ইসির সাংবিধানিক শক্তি কঠোরভাবে প্রতিপালনের জন্য পরামর্শ দিয়েছেন।


বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: