ইমরান এইচ সরকারের ওপর পঁচা ডিম নিক্ষেপ

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০১৭, ০৯:৪০ পিএম

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ওপর পঁচা ডিম নিক্ষেপ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের অনুসারীরা ডিম নিক্ষেপের ঘটনা ঘটান।

এ বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘অবিলম্বে উত্তরবঙ্গে ত্রাণ তৎপরতা বৃদ্ধি এবং উদ্ধার অভিযান জোরদারের দাবিতে বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগে মানবন্ধনের আয়োজন করে নাগরিক সমাজ। মানুষ বাঁচানোর এই মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধনের শেষের দিকে হঠাৎ করে ১০-১২ জনের একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে। তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হই।’

ঘটনার বিষয়ে ইমরান আরও জানান, ‘হামলাকারীরা এসে আমাদের বলে- ‘কিসের বন্যা? কোথায় বন্যা? এ কথা বলেই তারা হামলা চালায়। পরে সাধারণ জনতা ধাওয়া দিলে, হামলাকারীরা পালিয়ে যায়। ’

ইমারান জানান, থানার সামনে এ ধরনের ঘটনায় সবাই হতবাক। হামলায় কারা জড়িত এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে হামলাকারীদের ছবি ও ভিডিওচিত্র আমাদের কাছে আছে। আমরা এ বিষয়ে আইন প্রক্রিয়ায় যাব। জড়িতদের বিরুদ্ধে মামলা করবো।’

ঘটনার বিষয়ে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে যেহেতু ইমরান এইচ সরকার দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে শ্লোগান দিয়েছে- সেজন্য বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এমনটি করতে পারে।’

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: