‘প্রধান বিচারপতিকে কোনো চাপ দেয়া হয়নি’

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৭, ০১:০২ পিএম

ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহাকে কোনো চাপ দেয়া হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রায় নিয়ে কোনো কথা নেই। পর্যবেক্ষণ নিয়ে আওয়ামী লীগের বক্তব্য প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। তাকে কোনো চাপ দেয়া হয়নি। তিনিও কোনো অভিযোগ করেননি।

বিএনপিরও এ বিষয়ে কথা বলা উচিৎ ছিল বলে মনে করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক। তিনি বলেন, কারণ রায়ের পর্যবেক্ষণে জিয়াউর রহমানের সামরিক শাসন নিয়েও কথা বলা হয়েছে।

দেশের বন্যা নিয়ে তিনি বলেন, বন্যায় ২৩টি পয়েন্টে রাস্তা পানির নিচে তলিয়ে আছে। ১৮টি পয়েন্টে ওয়াশয়াউট (ভেসে যাওয়া) গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং হয়ে যাবে।

বিডি২৪লাইভ/এইচএইচআর/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: