সাভারে অবৈধ ব্যবসার অভিযোগে মা-মেয়ে আটক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২০ এএম

সাভারে জাল টাকার অবৈধ ব্যবসার অভিযোগে মা-মেয়েকে আটক করেছে ঢাকা জেলা ডিবির (উত্তর) একটি দল। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার জাল টাকা জব্দ করা হয়।

রোববার রাতে সাভারের নয়াবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- রুপালী বেগম (৩৮), মিম (১৬)। আটককৃত রুপালী বেগমের স্বামীর নাম আলাউদ্দিন। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জেরর সিংগাইরে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ইস্রাফিল ও কুলসুম নামে আরো দুই জনকে আটক করা হয়।

ডিবি পুলিশের এসআই বদরুল জানান, রাতে সাভারের নয়াবাড়ি এলাকার সাহাব উদ্দিনের মালিকানাধীন কিছুক্ষন-১ নামের একটি বাড়িতে মোবাইল চোর আটকের জন্য অভিযান চালানো হয়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: