নিউইয়র্কে শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩০ এএম

বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জে এফ কে) বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রীকে বহনকারী ইত্তেহাদ এয়ারওয়েজের ফ্লাইট এয়ারবাস এ ৩৮০-৮০০ নিউইয়র্কে স্থানীয় সময় রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টা (বাংলাদেশ সময় রাত আড়াইটা) নিউইয়র্কে পৌঁছান।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এ সময় চার নম্বর টার্মিনালের পার্কিলটে শতশত আওয়ামীলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের ম্যানহাটনে হোটেল গ্রান্ড হায়াতে যান।

যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সরকারি সফরে নিউ ইয়র্কের আসার পথে গত শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী আবুধাবিতে বসবাসরত মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বাসায় রাত্রিযাপন করেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত ১২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২ তম অধিবেশন শুরু হয়েছে। আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩ টি সদস্য দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিবেন। প্রধানমন্ত্রী ৫১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: