বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন মরিস

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫৬ এএম

বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ আফ্রিকার শিবিরে শুধু চোটের খবর। এবার আরো একটি দুঃসংবাদ। ডানহাতি ফাস্ট বোলার ক্রিস মরিস চোটের কারণে খেলছেন না বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডারের পর আরেক প্রোটিয়া ফাস্ট বোলার ছিটকে গেলেন বাংলাদেশ সিরিজ থেকে।

ব্যাক স্ট্রেইন চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মরিস খেলবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি। প্রোটিয়াদের হয়ে ৪ টেস্ট খেলা ক্রিস মরিস টেস্ট সিরিজ মিস করলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে থাকবেন ৩০ বছর বয়সি এ ক্রিকেটার। আগামি ১৫ অক্টোবর থেকে সীমিত পরিসরের সিরিজ শুরু হবে।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর পোচেস্ট্রমে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। পরের টেস্টটি শুরু হবে ব্লুমফন্টেইনে, ৬ অক্টোবর।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: