রোহিঙ্গা সহায়তা তহবিলে কৃষিমন্ত্রীর এক লাখ টাকা দান 

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৮ পিএম

শেরপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা ও উপজেলায় বিভিন্ন ব্যাংকে ৬টি রোহিঙ্গা তহবিল খোলা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার শেরপুর জেলা রোহিঙ্গা সহায়তা তহবিলের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক এবং বাংলাদেশ নন গেজেটেড কর্মচারি কল্যাণ সমিতির পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। 

এসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে নালিতাবাড়ী উপজেলা রোহিঙ্গা সহায়তা তহবিলে স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এক লাখ টাকা দান করেছেন। 

অগ্রনী ব্যাংক লি. নালিতাবাড়ী শাখায় ইতোমধ্যে কৃষিমন্ত্রীর ওই টাকা জমা হয়েছে বলে ইউএনও তরফদার সোহেল রহমান জানিয়েছেন। 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: