ফসলের সাথে এ কেমন শত্রুতা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫৯ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউপির পানিউড়া গ্রামের জনৈক ইছাহাক আলীর প্রায় সাড়ে ৪ বিঘা জমির আমন ধানে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিন্যা মারা বিষ প্রয়োগ করে প্রায় দুইল লক্ষ টাকার ক্ষতি স্বাধন করেছে দূর্বৃত্তরা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ইছাহাক আলী।  

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার পানিউড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র ইছাহাক আলীর ক্রয়কৃত প্রায় সাড়ে ৪ বিঘা জমিতে লাগানো আমন ধানে শুক্রবার সকাল আনুঃ ৬টার দিকে নরটুলী গ্রামের মৃত মছির উদ্দীনের পুত্র দছির উদ্দীন (৬৫), দছির উদ্দীনের পুত্র খোরশেদ আলম (৪০), মিজানুর রহমান (৩৫), আঃ বারিক (৩৭), মিনাল (৩৩), এবং আমাইড় গ্রামের মৃত মনির উদ্দীনের পুত্র মোকছেদ আলী (৫৫) পূর্ব পরিকল্পিত ভাবে অসৎ উদ্দেশ্যে স্প্রে মেশিন দিয়ে জমিতে রোপন করা আমন ধানে বিন্যামারা বিষ প্রয়োগ করে। 

এসময় ঘটনাস্থলে মাছ মারতে আসা পানি উড়া গ্রামের ওসমান আলীর পুত্র ওয়াজেদ আলী, কাশেম আলীর পুত্র মোশারফ হোসেন ও মৃত ইউসুফ আলীর পুত্র আব্দুল কুদ্দুস তাদের ঐ জমিতে বিষ প্রয়োগ করতে দেখে জমির মালিক ইছাহাক আলীকে মোবাইলে জানালে ইছাহাক আলী ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দিলে দছির সহ তার লোকজন ইছাহাক আলীর উপড় চড়াও হয়ে কিলঘুষি মারতে থাকে এবং খুনের হুমকি দেয়। 

এ ঘটনায় ইছাহাক আলী বাদী হয়ে শুক্রবার পতœীতলা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ১৮। তাং ২২/০৯/২০১৭ ইং। মামলার বাদী ইছাহাক আলী জানান, ধান ক্ষেতে বিষ প্রয়োগ করার ফলে প্রায় দুইল লক্ষ টাকার ক্ষতি স্বাধন হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা থানার এসআই আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

বিডি২৪লাইভ/এস এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: