কাচাঁ মরিচের ঝাঁঝে নাভিশ্বাস ক্রেতারা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৭, ০৩:৩১ পিএম

মাত্র এক সপ্তাহে সবজির মূল্য বেশ খানিকটা বেড়ে যাওয়ায় হতাশার স্বীকার হচ্ছে সারারণ জনগণ। মঙ্গলবার (১০ অক্টোবর) মানিকগঞ্জের কয়েকটি কাঁচাবাজার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিকেজি ধনিয়া পাতা ২০০ টাকা, বেগুন ৬০ - ৮০ টাকা, শশা ৫০ টাকা, পটল ৫০-৬০ টাকা, মুলা ৫০ টাকা, লাউ মাঝারি ও বড় ৪০-৬০ টাকা, করলা ৬০ টাকা, আলু ২৫ টাকা, কচুর মুখি ৩০ টাকা, কাকরোল ৬০-৭০ টাকা, লাল শাক ৫০ টাকা, ঢেঁরশ ৮০ টাকা, বডবডি ৬০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, ফুলকপি ১০০টাকা, টমেটো ৯০-১০০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে, এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহ আগেও খুচরা বাজারে কাচাঁমরিচ বেচা কেনা হয়েছে প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকায়। এক সপ্তাহের ব্যাবধানে প্রতি কেজি মরিচের দাম দ্বিগুন টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়।

সবজি ক্রেতা মোঃ বাবুল হোসেন বাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন আমার পরিবারে ৫জন সদস্য। আমি ছোট খাট একটা ব্যাবসা করি। আমার ব্যাবসায় যা লাভ হয় তা দিয়ে আমার সংসার কোন রকমে চলে যেত। কিন্তু এখন কাঁচাবাজার করতেই সে টাকা খরচ হয়ে যায়। সংসারের অন্যন্যা
চাহিদা মিটাতে হিমশিম খেতে হচ্ছে।

মানিকগঞ্জের কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী লিয়াকত জানান, কৃষকের সবজি ক্ষেত গুলো বর্ষায় নষ্ট হয়ে গেছে। বর্ষার পানি নামার সাথে সাথে কৃষক সবজির চারা লাগালেও বৃষ্টীর কারনে জমিতে পানি থাকায় সবজির চারা পঁচে যাচ্ছে। যার ফলে চাহিদা অনুযায়ি বাজারে সবজির ঘাটতি পড়ছে। সবজির সরবরাহ ঠিক হতে অপেক্ষা করতে হবে নতুন সবজি উৎপাদন পর্যন্ত। আমরা নিজেরাও দেখছি বর্ষা থেকেই সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। সবজির দাম বৃদ্ধি হলে ক্রেতা কমে যাওয়ায় আমাদেরও লোকসান গুনতে হয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: