ফেসবুকে সমস্যা, ভোগান্তিতে ব্যবহারকারীরা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৭, ০৯:৫৬ পিএম

প্রযুক্তি ডেস্ক: হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ডাউন হয়েছে।  ডাউন ডিটেক্টর নামের একটি ওয়েবসাইট বলছে, ইউরোপ, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের শত শত ব্যবহারকারী এ ব্যাপারে আজ অভিযোগ করে। এমনকি যুক্তরাষ্ট্রেও একই অবস্থা দেখা গেছে। ডাউন ডিটেক্টর মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের এ বিষয়টি লক্ষ্য রাখে।

ইতিপূর্বে ফেইসবুক ডাউন হলেও এবারের সমস্যাটা ভিন্ন। ডেস্কটপ ব্যাবহারকারীরা কোন পোষ্ট বা শেয়ার করতে পারছে না। কোথাও কোথাও ব্যাবহারকারীরা লগিন করতে পারছেনা। এছাড়া বিভিন্ন ফেসবুক পেইজে পোষ্ট দেয়াও যাচ্ছেনা বলে অভিযোগ। 

এখন ফেসবুক কর্তৃপক্ষ থেকে এমন কোন নোটিশ দেয়া হয়নি। সুতরাং সমস্যা সমাধানের জন্য আরো সময় অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: