‘ব্লু হোয়েল’ বন্ধ চেয়ে রিট

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৭, ১১:৪৩ এএম

আত্মহত্যায় প্ররোচনাকারী ‘ব্লু হোয়েল’ গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনজন আইনজীবী এই রিট করেছেন বলে জানান রিট আবেদনের পক্ষের আইনজীবী মো: হুমায়ূন কবির পল্লব।

সেই সাথে এই রিট আবেদনে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে। ঢাকার এক স্কুলছাত্রীর বাবা তার মেয়ের আত্মহত্যার জন্য এই ইন্টারনেট গেমকে দায়ী করার পর বিষয়টি আলোচনায় আসে।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: