এখনো মেলেনি শিশু হৃদয়ের সন্ধান

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৭, ০২:৩১ পিএম

রাজধানীর মগদায় মান্ডার জিরানি খালে পড়ে যাওয়া শিশু হৃদয়ের সন্ধানে সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে নতুন করে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গত রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়েছিলেন ডুবুরিরা। খালের পানিতে প্রচুর বর্জ্য জমে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (১৫ অক্টোবর) বিকালে শিশু হৃদয়কে সাথে নিয়ে খালের সাঁকো পার হচ্ছিলো তার বড় বোন। এসময় সাঁকোর একটি অংশ ভেঙ্গে হৃদয় পানিতে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ/এএইচআর
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: