বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সভা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৭, ০২:৩৪ পিএম

আসুন বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ি, ইভটিজিং প্রতিরোধে এগিয়ে আসুন, মাদক মুক্ত সমাজ গড়ি ছাত্র জীবন রক্ষা করি এই শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ ইভটিজিং মদ, জুয়া প্রতিরোধ মূলক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শরীফবাগ ইসলামিয়া কালিম মাদরাসা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকসহ অত্র মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

শরীফবাদ ইসলামিয়া কালিম মাদরাসায় অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এ সময় বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, ধামরাই থানার তদন্ত কর্মকর্তা আবু সায়িদ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা, সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন প্রমূখ।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: