মিরপুরে ব্লু হোয়েল খেলে তরুণের আত্মহত্যা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৭, ১০:৪৯ এএম

রাজধানীর মিরপুরের কাজিপাড়ায় ‘ব্লু হোয়েল’ গেম খেলে মো. সায়েম নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

&dquote;&dquote;

ওই যুবকের পরিবার ও স্থানীয়দের দাবি সায়েম ইন্টারনেটে ‘ব্লু হোয়েল’ গেম খেলে আত্মহত্যা করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে গলায় ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা যুবকের হাতে ‘ব্লু হোয়েলের’ ছবি আঁকা রয়েছে বলে জানা যায়।

&dquote;&dquote;

উল্লেখ্য, গত ৫ অক্টোবর হলি ক্রস স্কুলের মেধাবি ছাত্রী “পূর্বা বর্ধন স্বর্ণার” মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ব্লু হোয়েল গেমটি আলোচনায় এসেছে। পূর্বার মৃত্যুর একদিন পরে তার মা, সানি বর্ধনের মোবাইলফোনে অপূর্বার বন্ধু পরিচয়ে কয়েকজন কল করে। এদেরই একজন অপূর্বার বাবা-মাকে জানায়, অপূর্বা হয়তো আত্মহত্যায় প্ররোচিত করা ‘ব্লু হোয়েল গেমে’র শিকার হয়েছে।

তবে এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, এই গেমের ৫০টি ধাপের সর্বশেষ ধাপ হচ্ছে আত্মহত্যা। চূড়ান্ত ধাপে যাওয়ার আগে নিজের হাতে ব্লেড দিয়ে কেটে তিমি আঁকতে হয়। এরকম কোন কিছুই অপূর্বা বর্ধনের শরীরে পাওয়া যায়নি। এমনকি মায়ের যে ফোনটি সে ব্যবহার করতো সেটিও খতিয়ে দেখে কিছু পায়নি পুলিশ।

কয়েকটি পত্রিকায় অপূর্বার বাবা সুব্রত বর্ধনের বরাত দিয়ে বলা হয়েছে, তার মেয়েসহ বাংলাদেশে ৬১ জন তথাকথিত ব্লু হোয়েল গেমের জন্য আত্মহত্যা করেছে। অথচ পুলিশের কাছে এমন কোন তথ্য নেই।

জানা যায়, গত ৯ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অনলাইনভিত্তিক গেম ‘ব্লু হোয়েল’এর বিষয়ে খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।

&dquote;&dquote;সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল জায়গায় ব্লু হোয়েল গেইমের সব লিঙ্ক বন্ধ করতে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সাথে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ ধরনের সব গেম অবিলম্বে বন্ধের নির্দেশও দিয়েছেন আদালত ।

আগামী ছয় মাসের মধ্যে বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: