ব্লু হোয়েল: হাতে সুই দিয়ে ১০০ ছিদ্রের নির্দেশ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৭, ০১:২০ পিএম

একে একে ‘ব্লু হোয়েল’ গেমসের ৬টি ধাপ পার করেছে ৮ম শ্রেণির এক ছাত্র। এরই মধ্যে ব্লেড দিয়ে হাত কেটে তিমি মাছও এঁকেছে সে। পরবর্তী ধাপে তাকে সুই দিয়ে হাতে ১শ’ ছিদ্র করতে বলা হয়। আর তা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছে ঐ ছাত্র।

এমনটাই দাবি করছে মাদারীপুরের রাজৈরে হাতে ব্লেড দিয়ে কেটে তিমি মাছ আঁকা ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের পরিবার। স্বজনরা জানান, এক সপ্তাহ আগে অনলাইন গেম ব্লু হোয়েল ডাউনলোড করে ঐ শিক্ষার্থী।

এ বিষয়ে তারা পুলিশের সাথে কথা বলেছে এবং অসুস্থ এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করেছে। ছেলেটির সাথে নিয়মিত কাউন্সেলিং চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

&dquote;&dquote;উল্লেখ্য, গতকাল ১৬ অক্টোবর গাজীপুরের শ্রীপুরে ‘ব্লু হোয়েল’ গেমে আসক্ত ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের খোঁজ পাওয়া গেছে। সোমবার সকালে স্কুলে গেলে শিক্ষকেরা তার হাতে নীল তিমি সদৃশ ছবি আঁকা দেখতে পান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন জানান, সকাল থেকে সে ক্লাস করছিল। দুপুরের দিকে হঠাৎ সহপাঠীদের একজন তার হাতে কোনো কিছু আঁকা আছে দেখতে পেয়ে শিক্ষককে জানায়। পরে শিক্ষক তার শার্টের হাতা খুলে হাতে রক্তাক্ত তিমি সদৃশ ছবি দেখতে পান। তার ব্যবহৃত মোবাইলে ব্লেড দিয়ে কেটে কেটে তিমির ছবি আঁকার ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে।

এছাড়া, রাজধানীর মিরপুরের কাজিপাড়ায় ‘ব্লু হোয়েল’ গেম খেলে মো. সায়েম নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

&dquote;&dquote;উল্লেখ্য, গত ৫ অক্টোবর হলি ক্রস স্কুলের মেধাবি ছাত্রী “পূর্বা বর্ধন স্বর্ণার” মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ব্লু হোয়েল গেমটি আলোচনায় আসে।

&dquote;&dquote;বর্তমানে, ‘ব্লু হোয়েল’ সার্চে ২য় অবস্থানে আছে বাংলাদেশ। গুগল ট্রেন্ডজ জানাচ্ছে, গত ১২ মাসে গুগলে ‘ব্লু হোয়েল’ সার্চে বাংলাদেশ বিশ্বের ২য় শীর্ষ দেশ। আর এ বিষয়টি নিয়ে আতঙ্কে আছে অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল জায়গায় ব্লু হোয়েল গেইমের সব লিঙ্ক বন্ধ করতে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সাথে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ ধরনের সব গেম অবিলম্বে বন্ধের নির্দেশও দিয়েছেন আদালত ।

আগামী ছয় মাসের মধ্যে ব্লু হোয়েল বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: