পুলিশের কাজে বাঁধা: বিএনপির দুই নেতার জামিন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৭, ০৪:৩২ পিএম

পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেলকে ৮ সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৮ অক্টোবর) হাই কোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।

গত ১০ অক্টোবর খালেদার জিয়ার গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি মিছিল বের করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ এনে মামলা দায়ের করে পুলিশ। সে মামলায় র জামিন চেয়ে আবেদন করলে আজ আদালত এ আদেশ দেন।

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: