সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৭, ০৬:৪১ পিএম

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার নওকুচি জিরো পয়েন্ট এলাকা থেকে ওই বন্যহাতির মৃতদেহটি উদ্ধার করে বনবিভাগ।  সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বুধবার সকালে গরু চরাতে উপজেলার সীমান্ত নওকুচি এলাকায় গেলে জিরো পয়েন্টে মৃত অবস্থায় একটি বন্যহাতি পড়ে থাকতে দেখেন স্বাধীন কোচ নামে এক আদিবাসী। পরে স্থানীয় বনবিভাগে খবর দিলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতিটি উদ্ধার করেন। হাতিটির শরীরে ধারালো আঘাতের চিহ্নও রয়েছে এবং কেটে যাওয়া অংশ দিয়ে পুঁজ বের হয়ে গন্ধ ছড়াচ্ছিল। 

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বন্যহাতিটি বেশ কয়েকদিন আগেই আঘাত পেয়ে মৃত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে হাতিটির খোঁজ পাওয়া গেল। 

উল্লেখ্য, গত এক মাসের ব্যবধানে শেরপুরে এ নিয়ে মোট চারটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করল বনবিভাগ।

বিডি২৪লাইভ/এস এ  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: