শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৭, ১২:১১ এএম

চাকরির বাজারের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এভারজবস ও লামুডি বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘কনকুয়্যার ইওর ক্যারিয়ার’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কনকুয়্যার ইওর ক্যারিয়ার-এর ২০তম কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এতে সদ্য গ্রেজুয়েটদের চাকুরির বাজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, ইন্টারভিউ টিপস, কমিউনিকেশন স্কিলস, সিভি রাইটিংসহ ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সিকান্দার আলি, লামুদি বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অ্যানি মারিয়া হ্যারম্যানস, এভারজবস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও ব্যবস্থাপনা পরিচালক আলবেরতো রাসকাল্লা প্রমূখ।

বিডি২৪লাইভ/এমএম/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: